প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৭:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর নিজ নামীয় দুটি ফেজবুক আইডি হ্যাক করে তার আইডি থেকে রাজনৈতিক অপপ্রচার ও প্রভাকান্ড ছড়াচ্ছে একটি মহল। এরকম অভিযোগ এনে নিজেকে নিদোর্ষ দাবী করে রবিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কর্মচারী আলমগীর হোসেন দুলাল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মচারী আলমগীর হোসেন দুলাল লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তিনি মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১নং ওয়ার্ডের একজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সরকারি চাকুরি বিধিমালা মেনে চতুর্থ শ্রেণির একজন কর্মচারি হিসেবে নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন। চাকুরির সুবাদে কলেজের সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তালুকদারের আদেশ নির্দেশনা পালন করতে হয়েছে বিভিন্ন সময়ে তার। তবে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না।
বিগতদিনে দলের কোনো পোস্ট বহন করেনি। তারই অজান্তে সাবেক অধ্যক্ষ তার নাম ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে রেখেছেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন । তিনি দলের কমর্ী নয়, এমনকি তার পরিবারের কেউ দলের সাথে জড়িত নয়। শুধুমাত্র কলেজ কর্মচারী হিসেবে অধ্যক্ষের নির্দেশনাই পালন করেছেন। একইসাথে তিনি অভিযোগে আরো বলেন, সম্প্রতি একটি মহল তার ফেসবুক আইডি হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন ধরনের ছবি রাজনৈতিক বক্তব্য ফেস্টুনসহ আপত্তিকর প্রচারণা চালাচ্ছে। উক্ত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একজন সরকারি কর্মচারী হিসেবে পরিবার পরিজন নিয়ে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারার দাবী জানান সংবাদ সম্মেলন থেকে তিনি।