প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৩:৫৯:৪৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে কয়েক হাজার পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রবিবার বেলা সাড়ে ১১টায় ৪টি ইউনিয়নে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন।
জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, তেলিগাতী ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার, পঞ্চকরন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, দৈবঙ্ঘহাটী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক, মোরেলগঞ্জ যুবলীগ নেতা হাসিব খান, মো. রাসেল হাওলাদার, তেলিগাতী আওয়ামী লীগ নেতা রোমেন হাওলাদার, আকন হাবিবুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ এ সময় তার সাথে উপস্থিত ছিলেন।