খুলনা

মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার দুপুরে ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলাম বাচ্চু এ বিতরণী অনুষ্ঠানের উদ্ধোধন করেন। চলতি রবি মৌসুমে গম, ভ‚ট্রা, সরিষা, সূর্যমুখী, টমোটো, মরিচ, গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বীজ সহায়তা ১ম, ২য়, ৩য় কিস্তির বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান।
সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১৬ ইউনিয়নের ১৬ শ’ ৭০ জন চাষীকে বীজ ,সার প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content