প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৫:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে মোরেলগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ফুটবল প্লেয়ার ড্রাফট এর মাধ্যমে চারটি (দ্যা লায়ন কিং, রয়েল বেঙ্গল টাইগার, লিজেন্ট এলিফ্যান্ট, ব্রেভ ডিয়ার) ফুটবল দলে ভাগ করা হয়।
প্রথমে রয়েল বেঙ্গল টাইগার বনাম লিজেন্ট এলিফ্যান্ট খেলায় রয়েল বেঙ্গল টাইগার ২-০ গোলে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে (দ্যা লায়ন কিং বনাম ব্রেভ ডিয়ার খেলায় দ্যা লায়ন কিং ২-১ গোলে জয় লাভ করে। ফাইনাল ম্যাচে (দ্যা লায়ন কিং বনাম রয়েল বেঙ্গল টাইগার খেলায় দ্যা লায়ন কিং ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে দুপুরে মাংস খিচুরির ব্যবস্থা করা হয়। উক্ত খেলায় কল্যাণ সমিতির সদস্য ও অন্য সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।