প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:১১:৪৩ প্রিন্ট সংস্করণ
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাগেরহাট জেলা সহ মোরেলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখা ও মোরেলগঞ্জের সকল ইউনিট এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দীন নাসির এর সিদ্ধন্তনু্যায়ী সহ-সভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক লিখিত আদেশে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।