খুলনা

মোরেলগঞ্জে জিউধরায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী পথসভা

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৬:৩০:০২ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগনঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং জিউধরা ইউনিয়নে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে জিউধরা ইউনিয়নের  কালিবাড়ি বাজারে  নৌকা মার্কার এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সংক্ষিপ্ত আলোচনা রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখেন, মোরেলগঞ্জ এস এম কলেজ ছাত্রলী সাবেক সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক কে এম, শহিদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিকদার হেমায়েত উদ্দিন,সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্য পদপ্রার্থী চুন্নু ,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও ইউপি সদস্য খান সায়েদুল ইসলাম, বাবু শিমুল কান্তি মিস্ত্রী, আওয়ামীলীগ নেতা বাচ্চু খান, সঞ্চয় কুমার, খোকন খান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ   নৌকা মার্কার নির্বাচনী পথসভায় সংক্ষিপ্ত আলোচনায় আলোচকরা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে নৌকা মার্কার পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা কে আগামী ২০ সেপ্টেম্বর নৌকা মার্কায় আমাদের সকলের মহা মূল্যবান ভোট প্রদান করে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করব।

আরও খবর

Sponsered content