দেশজুড়ে

মোরেলগঞ্জে দুই উপজেলার সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টি

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৮:০১:০৯ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে দুই উপজেলার সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টি

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে ইফতার মাহফিলে মোরেলগঞ্জ ও শরণখোলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের বসেছে এক মিলন মেলা। 

রবিবার বিকেল ৪ টায় বিএনপি নেতার নিজ বাস ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। 

উপজেলা বিএনপি আহবায়ক মো. শহিদুল হক বাবুল-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মাদ আলী, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা প্রমুখ।  

প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, সমাজের দর্পণ সাংবাদিকরাই সমাজে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা ঐকব্যদ্ধ হয়ে এক ছাদের নিচে সকলকে অবস্থান নিতে হবে।  সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ নয় আগামি দিনগুলো রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।

আরও খবর

Sponsered content