প্রতিনিধি ২ মে ২০২০ , ৭:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে করোনায় কর্মহীন মানুষের কোমরমতি শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যর দিকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী শিশু খাদ্য সহায়তা প্রদান করেন। শনিবার সকালে পৌর সভার প্রাণকেন্দ্রে অবস্থিত এস এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমী, এ,সি, লাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও মোরেলগঞ্জ আদর্শ সকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের হাতে এ সুসম খাদ্য তুলেদেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম মনিরুল হক তালুকদার।
খাদ্যের তালিকায় ছিল রেডি গুড়া দুধ, রেডি নুডুস, রেডি সুজি, চকলেট বিস্কিট ইত্যাদি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এস এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, কাউন্সিলার মো: নান্না শেখ, পৌরসভার করনির্ধারক তালুকদার মো: মেজবাহ্ ফাহাত, উচ্চমান সহকারী মো: নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক শরফুদ্দিন বাসর, এ্যাডভোকেট আমজাদ হোসেন, দৈনিক যুগান্তার মোরেলগঞ্জ প্রতিনিধ মুাহাম্মাদ রফিকুল ইসলাম, মুভিবাংলা টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মো: শামীম আহসান মল্লিক, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, কার্যসহায়ক অসলাম হোসেন প্রমূখ।
এস এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমী এমপিও ভূক্ত না হওয়ায় কারনে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কর্মচারীকে খাদ্য বান্ধব কর্মসূচীর আওয়াত আনা হবে বলে পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার ঘোষনা দেন।