প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৩:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ : বাগেহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে রোববার গভীর রাতে মায়ের কোল থেকে নবজাত শিশু চুরি হয়েছে। চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদা অত্র গ্রামের পেশাদার জেলে সুজন খানের মেয়ে।
শিশুর মা শান্তা আক্তার জানান, রাতের খাবার খাওয়ার পর মেয়ে সানজিদাকে শাড়ীর আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়ে। স্বামী-স্ত্রী দু’জনার মাঝেই সে ছিল। রাতে কয়েকবার দুধও খাওয়ানো হয়। রাত ২ টার দিকে জেগে উঠে মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।
থানা অফিসার ইান চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত ৪ টা থেকেই শিশুটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।