প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:৫২:৫০ প্রিন্ট সংস্করণ
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ‘দুর্নীতিকে না বলি’ এ স্লোগানকে সামনে রেখে লাল কার্ড দেখিয়ে নিজেদের স্থান থেকে দুর্নীতির প্রতিরোধে আত্মসুদ্ধির শপথ বাক্য পাঠ করালেন বাগেরহাটের মোরেলগঞ্জের ইউএনও মো. নাজমুল ইসলাম। দেশ ও জনগনের কল্যাণে নিয়োজিত থেকে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে নিজেদের ওপর অর্পীত দায়িত্ব নিজ নিজ স্থান থেকে যথাযথ পালন করব, এ অঙ্গিকার নিয়ে শপথ নিলেন সকল শ্রেনী পেশার মানুষ।
সোমবার বেলা ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে স্থানীয় রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সংগঠন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের শ্রেনীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
পরে সভাকক্ষে করনীয় শীর্ষক আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুম।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা’ গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, উপজেলা জামায়েত ইসলামী আমীর মো. শাহাদাৎ হোসাইন, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, ৫ আগষ্টে শহীদ ছাত্র মাহফিজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।