প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৫:৪৫:৩৮ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি : ধান কাটার মৌসুমে যখন চাষী ও মহাজনরা শ্রমিক সংকটে চিন্তিত,সেই মুহূর্তে বাগেরহাট পুলিশের সহয়তায় দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে বরিশালের উদ্দেশ্যে জলপথে এই শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম, থানা অফিসার্স ইন চার্জ কে এম আজিজুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, মুভি বাংলা টেলিশিভন ও ভোরের দর্পন শামীম আহসান মল্লিক, সাংবাদিক গনেশ পাল, জসিম উদ্দিন শাহীন প্রমূখ। পাঠানো শ্রমিকদের শরীরে স্প্রে করে জীবানুনাশক ছিটানো হয় এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার সুপার মো. রেজাউল ইসলাম বলেন, বাগেরহাট জেলা থেকে বিভিন্ন জেলায় ধান কাটার উদ্দেশ্যে শ্রমিক পাঠানো হচ্ছে। এতে ধান চাষীদের উপকারের পাশাপাশি শ্রমিকদের এই দুর্দিনে আর্থিক সচ্ছলতা ফিরছে। পর্যায়ক্রমে আরো শ্রমিক পাঠানো হবে।