দেশজুড়ে

মোরেলগঞ্জ সামাজিক জবাবদিহিতা তৈরিতে করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৭:২৯:১০ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ সামাজিক জবাবদিহিতা তৈরিতে করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের জেলার মোরেলগঞ্জে সামাজিক জবাবদিহিতা তৈরীতে করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডরপ ইভল্ভ প্রকল্পের সহযোগীতায় সোমবার (১৯মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একদিনের এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাবিবুল্লাহ।

বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রকল্প সমন্বকারি প্রতিভা বিকাশ সরকার, মাঠকর্মী চুমকি রায়, ইউনিয়ন পরিষদ সচিব মো. সালাউদ্দিন আহমেদ ও সুবিধাভোগী পরিবারের সদস্য সুফিয়া বেগম। কর্মশালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইখতিয়ার উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content