প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত একই পরিবারের তিনজনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রমজানের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর নির্দেশনায় উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’’ লিখা ঝুড়িতে উপহার সামগ্রীর মধ্যে ছিল, সয়াবিন তৈল ২ লিটার, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, জিলাপি ১ কেজি, নিমকি ১ কেজি, চিনি ১ কেজি, বাচ্চাদের জন্য চকলেট, ফল মাল্টা, লেবু, সিভিট ও নগদ তিন হাজার টাকা।