দেশজুড়ে

মৌলভীবাজারে ক্যামিকেলে তৈরী গুড়সহ দুজনকে আটক

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ভেজাল ক্যামিকেল দিয়ে গুড় তৈরি করার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৪ মে) রাত ১০ টার দিকে মোকামবাজার এলাকায় লন্ডন প্রবাসি মজনু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন,মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের নুর মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও একই এলাকার মুত গানজু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় এর নেতৃত্বে  রাতে গোপন সংবাদের ভিতিত্তে মোকামবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনে ক্যামিকেল তৈরা গুড়সহ দুজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, তারা দীর্ঘদিন যাবত মোকামবাজার এলাকার লন্ডন প্রবাসির একটি বাড়ি ভাড়া নিয়ে ভেজাল গুড় বানিয়ে জেলার বিভিন্ন উপজেলার বাজার গুলোতে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এসময় তৈরি করা গুড়,চিনি,ময়দা,আটাসহ বিভিন্ন ধরনের রং ও ভেজাল ক্যামিকেল  উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content