বাংলাদেশ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ৪:২৯:৫২ প্রিন্ট সংস্করণ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার বিকাল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

গত ২৪ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে সোমবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র এই গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ঘরের বাইরে তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

সারাদেশে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি রয়েছে।

আরও খবর

Sponsered content