প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৩:৫৬:৫৩ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি :
ফ্রান্সে মহনবী(সাঃ) কে অবমাননার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় সম্মিলিত ওলামা পরিষদের বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় ধোবাউড়া উপজেলা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মিছিলে বিক্ষোভ মিছিলটি যেন জনসমুদ্রে পরিনত হয়েছে।
মিছিল শেষে প্রতবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাও.আব্দুস সাত্তার,সহ সভাপতি জিল্লুর রহমান,সহকারী সহ সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক মুফতি রফিক উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান সাগর,সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রমূখ।