দেশজুড়ে

যশোরে ইমু হত্যা, মূলহোতা শাহিন গ্রেফতার

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৭:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : যশোর মারপিট ঠেকাতে গিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাতে এহসানুল হক ইমু হত্যার মূলহোতা শাহিন সরদার (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শহরের পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন সরদার শহরের পুরাতন কসবা আমবাগান এলাকার হাসেম সরদারের ছেলে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ, জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে শাহিন সরদারকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। পরে স্বীকারোক্তির ভিত্তিতে শহরের বিবি রোডের শিশু একাডেমীর বাউন্ডারী ওয়ালের মধ্য হতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া-দা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে কয়েকজন অংশ নিয়েছিলেন। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২১ জুন রাত পৌনে ৮টার দিকে যশোর শহরের উপশহর শিশু হাসপাতালের সামনে একযুবককে মারপিট করছিলো শাহিন সরদারের নেতৃত্বে আরো ৮-১০ জন। এসময় এহসানুল হক ইমু সেই ছেলেকে মারপিট ঠেকাতে গিয়ে খুন হতে হয় তাকে।

আরও খবর

Sponsered content