প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৫:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় যশোর জেলাকে আগামিকাল (২৭ এপ্রিল) সোমবার সকাল ৬ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই ঘোষণা দেন।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় যশোর জেলাকে করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। কিন্তু দিনকে দিন যশোর জেলায় করোনা রোগী বাড়ছে। গত ১২ এপ্রিল যশোরের মণিরামপুরে প্রথম করোনা শনাক্ত হলে তাকে বাড়িতেই নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।
আজ একদিনে ৯জনসহ যশোরে বর্তমানে ২৯ জন করোনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করতে হচ্ছে। আগামিকাল সোমবার সকাল ৬ টা থেকেই এই ঘোষণা কার্যকর হবে।
লকডাউন চলাকালে যশোর জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল নিষিদ্ধ করা হলো। এ সময়ে কেউ ঢুকতে ও বের হতে পারবেন না। তবে জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহনগুলো ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনের নিয়োজিত গাড়ি চলাচল এর আওতার বাইরে থাকবে।
উত্তম ঘোষ, যশো