চট্টগ্রাম

যানজটে নাকাল রায়পুর পৌর শহরবাসী

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:০১:৫৪ প্রিন্ট সংস্করণ

যানজটে নাকাল রায়পুর পৌর শহরবাসী

ইমতিয়াজ উদ্দিন, রায়পুর প্রতিনিধি :
জেলার রায়পুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে ব্যাটারি চালিত ইজিবাইকের দখলে, যার কারনে রায়পুর বাস স্ট্যান্ড, হল রোড, মেইন রোড, গোডাউন রোড ও রায়পুর মধ্য বাজারে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

এ ছাড়াও অভিযোগ রয়েছে রায়পুর বাজারের আড়ৎদারদের দিকে, তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে রাতের বেলায় মাল আনলোড করার নিয়ম থাকলেও তা না করে তারা দিনেই মাল আনলোড করে থাকে যার কারনে যানজট কিছুতেই কমানো যাচ্ছেনা।

৩০ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন ভূঁইয়ার গোডাউন রোডে, আলম ভূঁইয়ার মধ্য বাজার রোডে, বাদল পালের আব্বাস আলী রোডে, নুরু হাজীর ধান হাটে দিনের বেলায় মালামাল আনলোড হচ্ছে যার কারনে অত্র এলাকা গুলোতে যানজট লেগে থাকতে দেখা যায় ।

এ ছাড়াও রায়পুর বাজারে এক হজারেরও অধিক লাইসেন্স বিহীন ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করছে বলে যানা যায়। তাই যানজট নিরশনে রায়পুর বাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে বলে যানা যায়।

আরও খবর

Sponsered content