আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ, চলছে ধরপাকড়

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৪:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন। ২৩৮টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে তার। ট্রাম্পের নিশ্চিত হয়েছে ২১৩টি। আর জিততে প্রয়োজন মোট ২৭০টি।

চূড়ান্ত ফলাফল আসার আগেই যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা। নির্বাচনের রাতে হোয়াইট হাউসসহ রাজধানী ওয়াশিংটন ডিসির বিভিন্নস্থানে বিক্ষোভ শুরু হয়েছে। এ ছাড়া আরও বেশকিছু শহরে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, সহিংসতা ছড়িয়ে পড়ার ভয়ে দোকানপাট বন্ধ রেখেছেন বিভিন্ন শহরে ব্যবসায়ীরা। সতর্কতা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ থেকেও। সহিংসতা প্রতিরোধে ৫০ জনকে আটকও করা হয়েছে

যারা লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের স্ট্যাপলস সেন্টারের আশপাশে জড়ো হয়েছেন, তাদের সরে যেতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক সিটির সিয়াটলে, মিনিয়াপলিসেও। সিয়াটলে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও খবর

Sponsered content