প্রতিনিধি ৫ জুন ২০২১ , ৭:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
কাশ্মীরের স্বায়ত্তশাসন পুনর্বহালের পরিকল্পনা নিলে ভারতের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার ইসলামাদের সরকারি বাসভবনে রয়টার্সকে এ কথা বলেন তিনি। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে জাতিসংঘের ঘোষণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন ইমরান খান।
তিনি বলেন, যদি একটি রোডম্যাপ থাকে, তাহলে আমরা আলোচনা করব। এমনকি তারা যদি আমাদেরকে একটি রোডম্যাপও দেয় যে কাশ্মীরের মর্যাদা আগের অবস্থায় ফিরিয়ে নিতে এসব পদক্ষেপ নেওয়া হবে, সেটাও গ্রহণযোগ্য হবে।
মার্চে পাকিস্তানের অর্থনীতি বিষয়ক শীর্ষ সিদ্ধান্ত-গ্রহণকারী পর্ষদ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত জানালেও সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
এ ব্যাপারে ইমরান খান বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সীমা অতিক্রম করেছে। আমাদের সঙ্গে আলোচনা শুরুর আগে তাদের পূর্বের অবস্থানে ফিরতে হবে। এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোন প্রত্যুত্তর দেওয়া হয়নি।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।
ভোরের দর্পণ ডেস্ক: