বাংলাদেশ

যে সমঝোতায় গণঅভ্যুত্থান সেটা এখন বিঘ্নিত হচ্ছে: নাহিদ

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৭:২২:১৪ প্রিন্ট সংস্করণ

যে সমঝোতায় গণঅভ্যুত্থান সেটা এখন বিঘ্নিত হচ্ছে: নাহিদ
ছবি: সংগৃহীত

গত জুলাই-আগস্ট মাসে দলমত নির্বিশেষে যে সমঝোতার মাধ্যমে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সমঝোতা এখন বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশ পুনর্গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, এখনো সংস্কারকাজ চলছে। কিছু মৌলিক সংস্কার করার আগে যদি নির্বাচন দেওয়া হয়, তা কেবল ক্ষমতার হাতবদলই হবে। তাই সেই সংস্কারের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে ছাত্ররা নিজেদের অধিকার ফিরে পাবে।

গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।

নাহিদ বলেন, হাউজ কর্তৃপক্ষ দ্বারা মিডিয়াগুলোতে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, এই আন্দোলনের সময় যারা সাংবাদিকদের হুমকি দিয়েছে, নির্যাতন করেছে, সেই নির্যাতকরা এখনো কিন্তু মিডিয়া হাউজগুলোতে আগের মতোই রয়েছে। আমরা কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করতে চাই না। তবে আমাদের উদ্বেগগুলো আপনাদের জানাচ্ছি। জনগণের দাবিগুলো আপনাদের সামনে জানাচ্ছি।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে দেখেছি আমাদের পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক সাংবাদিক। এটির জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর। জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য যারা আহত ও নিহত হয়েছেন, তারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন। আমরা সরকারের পক্ষ থেকে তাদের জন্য সম্মাননা জানাবো।

পরে তিনি ৩৫০ জন সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাই-চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

আরও খবর

Sponsered content