দেশজুড়ে

রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ১১:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

 রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।  রোববার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ জেলা থেকে দুইটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের হাজিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকেটিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ জনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নিয়েছে। 

আরও খবর

Sponsered content