প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৯:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ
রংপুর প্রতিনিধি: গঙ্গাচড়ায় মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির মাঝে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণের উদ্বোধন করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। এসময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানে ১৪ টি মসজিদ ও ৪ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।