প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৭:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : চার মাসের বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা বিক্ষোভ মিছিল করেছেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় চিনিকল এলাকাসহ স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিলটি। মিছিল শেষে চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন ঈদের আগেই শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের সকল পাওনা পরিশোধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে বুধবার রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি চিনিকলের বাণিজ্যিক খামার ভুমিদস্যু মুক্তকরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।