বাংলাদেশ

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করলেন সংগীতশিল্পী নোবেল।

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৪:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন। গতকাল বুধবার নোবেল তার ফেসবুকে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক।’

সঙ্গে যোগ করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।’

আজ বৃহস্পতিবার দুপুরেও নোবেল ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আসুন! রবীন্দ্রনাথের সোনার বাংলা পরিত্যাগ করে ‘আমার’ সোনার বাংলা-কে ভালোবাসি। ভারতের চাটুকারিতা করতে করতে এখন নিজেকে গো-মূত্র সেবনকারী মনে হয়!

 

 

গতকাল প্রকাশিত নোবেলের পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে তাকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। আবার কেউ নোবেলের পক্ষ নিয়েও কথা বলেছেন। তবে যাই হোক না কেন, নোবেলের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

আরও খবর

Sponsered content