আন্তর্জাতিক

রমজানেও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি ইসরাইলের

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ৭:১৮:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক:

জেরুজালেমে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইহুদি বাহিনী।

ইসরাইলের বৈধ দখলদারিত্বের প্রতিবাদে বৃহ্স্পতিবার (২২ এপ্রিল) রাতে জেরুজালেমের ওল্ড সিটিতে বিক্ষোভ শুরু করে শত শত ফিলিস্তিতি।

এসময় তাদের বাধা দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় ইহুদি সেনারা। এতে আহত হন শতাধিক ফিলিস্তিনি। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

এদিকে, শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজকে কেন্দ্র করে জেরুজালেমে নিরাপত্তা জোরদার করেছে ইসরাইল। বিক্ষোভ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে জেরুজালেমের বিভিন্ন সড়ক।

আরও খবর

Sponsered content