দেশজুড়ে

রাউজানের উরকিরচরে ৬০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৩:৩৩:০৬ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ্ব এস এম ইউছুপ এর অর্থায়নে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে উরকিরচরের প্রায় ৬০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন ইমন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের সাবেক সভাপতি এস এম আকতার হোসেন, নুরুল আজিম জুয়েল, মোঃ এরশাদ, সাধারন সম্পাদক মোঃ ফয়সাল প্রমূখ। উল্লেখ্য এস এম ইউছুপ গত কিছুদিন পূর্বে করোনা সংকটের কারনে ৫০০ গৃহহীন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেন বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

আরও খবর

Sponsered content