প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ পিংক সিটি-১ এর লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। রাউজান উপজেলা সি.মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকরের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা রুবেল কান্তি দে, মোহাম্মদ আলমগীর, মোঃ আসিফ প্রমুখ। পরে রাউজানের সরকারি জলাশয়, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের পুকুরে অবমুক্ত করার জন্য কর্মসূচির আওতায় মাছের পোনা বিতরণ করা হয়।