প্রতিনিধি ২১ মে ২০২০ , ৩:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানের বিনাজুরী ইউনিয়নে একুশে পদক পাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়ার জন্মধন্য গ্রাম ইদিলপুরস্থ জামুয়াইন গ্রামে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন ১৩০টি বৌদ্ধ এবং হিন্দু পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিহারের সকল দায়ক-দায়িকা, প্রবাসে (ফ্রান্স,স্পেন, ওমান,মালেশিয়া,দুবাই, কাতার) অবস্থানরত গ্রামের সন্তানদের সার্বিক সহযোগিতায় ২০ মে বুধবার বিকেলে মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার প্রাঙ্গণে উপহারসামগ্রী বিতরণ অনুষ্টানেবিহার অধ্যক্ষ ভদন্ত বিনয়পাল মহাথের সভাপতিত্বে অতিথি ছিলেন ড.বুদ্ধপাল থের, সুকুমার তরুণ সংঘের পৃষ্টপোষক ভদন্ত রাষ্ট্রপাল থের, দি ধম্মা টিভির পরিচালক ভদন্ত সংঘপাল ভিক্ষু, বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডেরর ইউ.পি সদস্য দেবপ্রিয় বড়ুয়(দেবু), বিহার কমিটির সম্পাদক জয়সেন বড়ুয়া, যুগ্ন সম্পাদক দিলীপ বড়ুয়া,সহ-সভাপতি জাপান বড়ুয়া,উপদেষ্টা বাদল বড়ুয়া, বাবুল বড়ুয়া, সুজাতা রাণী বড়ুয়া, অমৃত বড়ুয়া, জগদিশ বড়ুয়া, মুকুল বড়ুয়া(রানু), দুকুল বড়ুয়া, তরুণ সংঘের উপদেষ্টা, কার্যকরী সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ছড়াকার সুকুমার বড়ুয়ার পুত্র অরুপ রতন বড়ুয়া।