দেশজুড়ে

রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন পারভেজ

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৪:৫৩ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডে এক বসতঘর সম্প‚র্ণ ভষ্মীভ‚ত হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাম রোচন মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের স‚ত্রপাত হয়ে দোলন খাস্তগীরের টিনের তৈরী বসতঘর সম্প‚র্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুণ পাশ্ববর্তী অমল কৃষ্ণ দে’র রান্না ঘরে ছড়িয়ে পড়লে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বিকেলে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ান রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এ সময় জমির উদ্দিন পারভেজ রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণের ঘোষণা দেন।

আরও খবর

Sponsered content