প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৭:৫৫:২০ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা আক্রান্ত দুই পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন রাউজান পৌরসভার প্যানেল রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ফকির তকিয়া মাজার সংলগ্ন এলাকার নাহিদা আকতার ও আলিখীল গ্রামের মুহাম্মদ রিমনের পরিবারে নিত্যাপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, যুবলীগ নেতা হুমায়ন কবির কাঞ্চন, রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা নুরু, অনিক ভট্টাচার্য, জুয়েল তৌহিদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।