প্রতিনিধি ১১ মে ২০২০ , ৮:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ উপজেলার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বুরো বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল।
১১ মে সোমবার দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
অনুষ্টানের শুরুতে টেলিফোনে বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চোধুরী এমপি। এ সময় বুরো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ব্যাবস্থাপক মহসিন হোসেন খান, চট্টগ্রামের আঞ্চলিক ব্যাবস্থাপক গৌতম কুমার বসাক, রাউজান এরিয়া ব্যাবস্থাপক আজিজুর রহমান, রাউজান শাখা ব্যাবস্থাপক শাহীন মিয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।