দেশজুড়ে

রাউজানে সেন্ট্রাল বয়েজের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৫:৩৯ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক পূর্বকোণ এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, ‘মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী ছিলেন বহুমুখী গুণী ব্যক্তিত্ব। এমন মানুষদের অনুসরণ করলে দেশ ও সমাজ আলোকিত হবে।’ গত রোববার বিকেলে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্স এর ২য় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর যুগ্ন আহবায়ক মোঃ দিদারুল আলম, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোঃ রিফাত, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ রবিন, মোহাম্মদ নাহিদ, সাজ্জাদ হোসাইন, জাগির হোসেন, মোহাম্মদ অভি, সামির উদ্দিন, তৌসিফ আহমেদ রাহাত, নুরুল আমিন অপু প্রমুখ।

আরও খবর

Sponsered content