প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৩:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ
রাউজান প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে কাজ করতে না পারা অসহায়, দিন মজুর,মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রান বিতরন করলেন একটি স্কুলের প্রাক্তন ছাত্ররা। কষ্টের জীবন যাপন,বর্তমান সময়ে সংসার চালাতে হিম সীম খাচ্ছে এমন ১শ ৫০ পরিবারকে লাখ টাকরো বেশি সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন মানবতা প্রেমি ছাত্ররা।তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্থব্য করেন শিক্ষানুরাগী ও রাজনীতিক এস এম বাবর ও স্কুল শিক্ষক মাষ্টার ফরিদুল আলম। জানাগেছে প্রচার বিমুখ মানবতাবাদী রাউজান হযরত এয়াছিন শাহ উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্ররা দেশ বিদেশের বন্ধুরা মিলে হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রান(উপহার সামগ্রী) বিতরণ করেছেন সোম,মঙ্গল ও বুধবার ।ঐ ব্যাচের প্রাক্তন ছাত্র বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্র বর্তমান কলেজ অধ্যাপক মঈনুল আমিন আশিক,প্রাক্তন ছাত্র ব্যবসায়ী মুহাম্মদ দিদার তিনজনে মিলে সকল দেশ ও প্রবাসের বন্ধুদের সাথে সমন্বয় করে ত্রান গুলো মানুষের মাঝে বিতরন করেন। চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ,ময়দা,লবণ,ছোলা, সাবান সহ ৯প্রকারের দ্রব্য সামগ্রী প্রতিজন মানুষকে প্রদান করেন ।এ ব্যাপারে পরিষদের সভাপতি ডা.মো.সাইফুল ইসলাম বলেন দেশ বিদেশে থাকা ২০০২ সাল ব্যাচের আমাদের বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তাকে সাহায্য না বলে উপহার হিসেবে দেখার জন্য অনুরোধ করছি।