দেশজুড়ে

রাউজানে হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৭:১০:১২ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে হারিয়ে যাওয়া এক শিশুকে বাবা-মার কাছে পৌঁছে দিয়েছে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার ছাত্র ফোরামের কর্মীরা। গত বুধবার সন্ধ্যায় মো. আলিম উদ্দিন নামে ১২ বছর বয়সী এই শিশুকে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন এলাকা থেকে ছেলেটিকে নিরাপদে রাউজানের পাহাড়তলীস্থ তার বাড়ীতে পৌছে দেন তারা। এ প্রসঙ্গে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাকিব বলেন, ‘বিকেলে শিশুটিকে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। পরবর্তীতে তার নামঠিকানা জিজ্ঞেস করলে সে তার বাড়ী রাউজানের পাহাড়তলি বলে জানায়। বন্ধুর সাথে রাউজানে এসে সে হারিয়ে যায়। রাতে আমরা তাকে তার মায়ের নিকট হস্তান্তর করি।’ এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, সহ-সভাপতি শাহাদত হোসেন মুন্না, সহ-সভাপতি রবিউল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল বারেক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ মঈনুদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ছোটন, সদস্য ফখরুদ্দিন আরাফাত প্রমুখ।

আরও খবর

Sponsered content