চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ৭:৪০:৫৬ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে নঈম উদ্দিন নয়ন (২০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি এলাকার নুরুল আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো তার সহকর্মীদের নিয়ে স্থানীয় নুরুল আমিনের নতুন পাকা ঘরে বৈদ্যুতিক কাজ করতে যায় নয়ন। একটি কক্ষে বৈদ্যুতিক কাজ শেষে সংযোগ লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। পরে তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগে ওই তরুণের মৃত্যু হয়। যারা এনেছেন তাদের ভাষ্যমতে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।’

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন বলেন, ‘যারা তার সাথে কাজ করেছেন। তারা বলছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটি মারা গেছেন। আমরা তদন্ত করে দেখছি।’

আরও খবর

Sponsered content