রাজবাড়ী জেলা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৫:৪০:০৩ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীতে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি প্রায় ১ লাখ মিটার জাল ও ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত দুইটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটা হতে শনিবার বেলা তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে চারটি মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মোট ৯৯ হাজার মিটার জাল ও ২৯ কেজি মাছ জব্দ করা হয়েছে। অভিযানে দুইটি নৌকা আটক করে পরে নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ নিধন বন্ধে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘণ্টায় নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট অভিযান পরিচালনা করা হয়েছে ৬১ টি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৫টি। মোট ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারদন্ড দেওয়া হয়েছে। জাল জব্দ করা হয়েছে ৩ লাখ ৯২ হাজার মিটার, ইলিশ জব্দ করা হয়েছে ৮৫ কেজি। অর্থদণ্ড আদায় করা হয়েছে ২৫ হাজার টাকা ও তিনটি নৌকা নিলামে বিক্রি বাবদ আদায় করা হয়েছে ৯৭ হাজার টাকা।

















