দেশজুড়ে

রাজশাহীতে মাদকের টাকার জন্য মাকে নির্যাতন, ছেলেকে পুলিশে সোপর্দ

  প্রতিনিধি ২৫ জুন ২০২১ , ৭:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:

২৫ বছর বয়সের যুবক রুবেল হোসেন এখন মাদকে আসক্ত। নেশা উঠে গেলে তার চাই হোরোইন। এ জন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ দিতে ব্যর্থ হলে বিধবা মাকে করা হয় নির্যাতন। কিন্তু এভাবে আর কতদিন! নিরুপায় হয়ে মা তার নেশাগ্রস্থ ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গত বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলার বাঘা থানায় এই ঘটনা ঘটে।

রুবেল হোসেন মশিদপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। রুবেল এক সময় ভালো ফুটবল খেলোয়ার ছিল। তার স্ত্রীসহ চার বছরের একটি সন্তান রয়েছে। গত দেড় বছর আগে নেশার জগতে প্রবেশ করে রুবেল। প্রথম দিকে ফেন্সিডিল সেবন করতো। তারপর আসক্ত হয় ইয়াবা। বর্তমানে হেরোইন ছাড়া তার একদম’ই চলেনা।

এদিন দুপুরে ছেলেকে আদালতে প্রেরণের সময় থানা চত্বরে কথা হয় রুবেলের মা মেন্নেকা বেগমের সাথে। এসময় তিনি বলেন, কোন মা-কি এমনি এমনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। নেশা উঠে গেলে কারো কোন কথা শুনে না। টাকার জন্য আমাকে মারপিট তো করেই, সাথে আসবাবপত্রও ভাংচুর করে। তাই নিরুপায় হয়ে পুলিশকে খবর দিয়ে আমি তাকে থানায় সোপর্দ করেছি। আমি চাই, সে হাজত থেকে সংশোধন হয়ে ফিরে আসুক।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নেশাগ্রস্থ রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে দুই পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।