দেশজুড়ে

রাজশাহী বিভাগীয় কমিশনারের মহাস্থান গড় পরিদর্শন

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড় ও প্রত্নতত্ত্ব জাদুঘর এলাকা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ূন কবির। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবীর, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, কাস্টডিয়ান রাজিয়া সুলতানা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন প্রমুখ। পরে শাহ সুলতান বলখীর (রা.) এর মাজার জিয়ারত করেন। এর পূর্বে বিভাগীয় কমিশনার গোকুল বেহুলা বাসর ঘর পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content