প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৭:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । রোববার দুপুর সাড়ে ১২টার সময় রাজৈর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, উপজেলার পাইকপাড়া গ্রামের মহর আলী শেখ (৬০) নামে এক বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় মাদারীপুর হাসপাতালে রের্ফাট করা হয়। আর এমও ডাঃ মিঠুন জানান, জরুরী সেবার দেয়ার জন্য ঔষধ প্রয়োগের পুর্বেই তিনি মারা যান । আমরা তার দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কি-না তা নির্ণয়ের জন্য নমুনা রেখে দিয়েছি। ঢাকা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন হাসপাতাল পরিদর্শন করেছেন।