প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৪:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁ-৬, (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে রাণীনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন এসএম কামাল হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, রাণীনগর-আত্রাই আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।