প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৫:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ
লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগরে গ্রামে ২০ মাসের শিশু কন্যা জান্নাতুল ফেরদাউস করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুনময় পোদ্দার জানান, রামগঞ্জ উপজেলার কাশমনগর গ্রামে ঢাকার সাভার ফেরত করোনায় আক্রান্ত পোশাক শ্রমিক খোরশেদ আলম থেকে কিছুদিন পুর্বে তার আত্মীয়, হাসপাতালের ১ জন চিকিৎসক ও ৩ জন কর্মচারীসহ সংক্রমিত হয়েছে ১১ জন। এই ব্যক্তির থেকে মধুর বাড়ির মুরাদ হোসেনের বিশ মাসের কন্যাসহ বাবা মায়ের নমুনা পাঠালে শনিবার রাতে শুধু মেয়েটির করোনা পজিটিভ আসে। ফলে এই পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১৫। পজেটিভ রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, চেষ্টার কোন ত্রæটি করিনি। অতিরিক্ত পরিশ্রমের কারনে বার বার অসুস্থ্য হয়েও থেমে থাকিনি। বহিরাগতরা গোপনে প্রবেশ না করলে হয়ত আমার কষ্ট বৃথা যেতনা। তারপরও আমরা সচেতনা সৃষ্টির মাধ্যেম চেষ্টা করছি নতুন করে যেন আর সংক্রমিত না হয়। আক্রান্ত রোগীদের আসপাশের বাড়ীসহ উপজেলাব্যাপী লকডাউন জোরদার করা হয়েছে।