দেশজুড়ে

রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ সোলাইমান মোল্লা (৪৪)নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার সোলাইমান মোল্লাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ। এর আগে ২ ফেব্রুয়ারি রাতে উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করে খুলনা র‌্যাব-৬ এর অভিযানিক দল।

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করে ওই অভিযানিক দল। গ্রেফতারকৃত সোলাইমান মোল্লা রামপাল উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গ্রেফতার সোলাইমান মোল্লাকে থানায় সোপর্দ পূর্বক খুলনা র‌্যাব-৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। সোলাইমান মোল্লাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content