প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৬:২১:৫১ প্রিন্ট সংস্করণ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে লটারির মাধ্যমে ৫১৩ জন কৃষকের কাছ থেকে ৫১৩ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলার গৌরম্ভা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) শোভন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা খাদ্য গুদামের ট্রেনিং অফিসার দীপক কুমার রায়। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী , খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান, ওসিএলএসডি ঝুমুর দাস, প্রেসক্লাব রামপালের সভাপতি এম,এ সবুর রানা প্রমুখ।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে এসিল্যান্ড শোভন সরকার বলেন, ২৬ টাকা দরে হাজার ৪০ টাকায় মন হিসাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। যেন তারা ন্যায্যমূল্যটা পান। কোন প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হলে তা জানানোর জন্য তিনি সকলের কাছে অনুরোধ করেন।