দেশজুড়ে

রামেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৫ জুন ২০২১ , ৫:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ছয় জন, নওগাঁর তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জের চার জন এবং নাটোরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচ জন করোনা পজেটিভ এবং নয় জন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার আট জন, কুষ্টিয়ার তিন জন এবং চুয়াডাঙ্গার দুই জন রয়েছেন।

এর আগের দিন গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজেটিভ হয়। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। নওগাঁর ১৬০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের ফলাফল পজেটিভ আসে। এ জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ।

আরও খবর

Sponsered content