রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৫:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাজমুল হুদার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলালের সঞ্চাচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব ভি.পি আয়নুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীর, বিশিষ্ট শিল্পপতি ও সিরাজগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী রুহি আফজাল তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক তাড়াশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম, সিরাজগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভি.পি আয়নুল হক বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। বিএনপির নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সঙ্গে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে।
আলোচনা সভা শেষে সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

















