দেশজুড়ে

রায়পুরে গরিবের বন্ধু উত্তম সাহা আর নেই

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ৪:২০:২৭ প্রিন্ট সংস্করণ

রায়পুরে গরিবের বন্ধু উত্তম সাহা আর নেই

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক উত্তম কুমার সাহা (৫৫) শনিবার (১১নভেম্বর) সকাল ৯ঘটিকার সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। 

তিনি মৃত্যুকালে দুই মেয়ে এবং বড় ভাই সুভাষ সাহা সহ ৫ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শনিবার সন্ধ্যা ৭টায় (১১ নভেম্বর) রায়পুর পৌর শহরে তাঁর প্রতিষ্ঠিত পৌর মাহাশ্মশানে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তার আগে বিকেল ৫টার সময় উনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও রায়পুর রাধার মদন মোহন মন্দিরে লোকনাথ সেবা সংঘ,পৌর মহাশ্মশান,সনাতনী সেবা সংঘের নেতৃবৃন্দ ও সাধারণ জনসাধারণ শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। 

উল্লেখ্য উত্তম কুমার সাহা তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে গত(২৭ ডিসেম্বর) শুক্রবার রাত ৮টার সময় অসুস্থতা বোধ করলে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।স্বর্গীয় উত্তম কুমার সাহার বড় মেয়ে পূজা সাহা প্রায় এক বছর আগে দুগ্ধপোষ্য শিশু রেখে পরলোক গমন করেন। 

স্বর্গীয় উত্তম কুমার সাহা ছিলেন একজন গরিবের বন্ধু। তাঁর নেশাই ছিলো মানুষের কল্যান। তিনি অসহায় মানুষদের ছিলেন শেষ ভরসা। তিনি লোকনাথ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি,পৌর মহাশ্মশান কমিটির সভাপতি,সনাতনী সেবা সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য। 

স্বর্গীয় উত্তম সাহা মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লোকনাথ সেবা সংঘ, পৌর মহাশ্বশান কমিটি,সনাতনী সেবা সংঘ,মদন মোহন সেবা সংঘ সহ রায়পুর উপজেলার সকল সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ  ।

আরও খবর

Sponsered content