প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০৩:১১ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ড.আশ্রাফুল আলম ও বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম এর সার্বিক সহযোগিতায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ২ শত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় দুই শতাধিক মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলা মৎস প্রজনন কেন্দ্রের সামনে বর্নমালা একাডেমির মাঠে আয়োজিত উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মুখ্য আঞ্চলিক ব্যবস্হাপক আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি জি এম বাংলাদেশ কৃষি ব্যাংক সোহরাব জাকির, এজিএম আজিজ করিম মিঠু, এজিএম রাশেদ আফজাল, মাসুম পারভেজ দ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের নেতা কামরুল হোসেন বিন্দু,পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন বেপারী, ইব্রাহীম মুছা এবং মাছুম বিল্লাহ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ড. আশ্রাফুল আলম জিমি বলেন, সাম্প্রতিক বন্যার কারণে রায়পুর উপজেলার অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। ইতিপূর্বে আমি ও আমার দল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে।
আমি বন্যার সময় পৌর বাসীকে প্রতিদিন ২’হাজার তৈরি খাবার বিতরণ করি। তার পাশাপাশি উপজেলার প্রায় হাজার খানেক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করি। তারই ধারাবাহিকতায় আজ জাতীয়তাবাদী ফোরাম, বাংলাদেশ কৃষি ব্যাংক আমার সাথে সহযোগীতার হাত বাড়ীয়ে দিয়েছে। আমি এবং উপজেলার জনসাধারণ জাতীয়তাবাদী ফোরাম বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে কৃতজ্ঞ।