প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৫:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে ভূমি দস্যুতা ও চাঁদাবাজির অভিযোগে সবুজ পন্ডিত ও কামাল সর্দার নামে দু’ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা ব্যক্তিরা। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের পীর ফয়েজ উল্যাহ সড়কে ওই এলাকার আকবর হোসেন সর্দার, আবুল কাশেম ও খিজির আলমের নেতৃত্বে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি ওই সড়কের ছৈয়াল বাড়ি থেকে শুরু হয়ে জ্বীনের মসজিদের গেইটে এসে শেষ হয়।
লিখিত বক্তব্যে খিজির আলম বলেন, কামাল সর্দার এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজি, হামলাসহ নানান অভিযোগে অন্তত: ১৮-২০টি মামলা হয়েছে। আমার প্রবাসী ভাইয়ের জমি দখল করতে চায় সবুজ পন্ডিত ও কামাল সর্দার। আমি আইনগত সহযোগিতা নেওয়ায় তাঁরা আমাকে হয়রানি করতে বিভিন্ন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ির বিরোধকে পূঁজি করে তাঁরা বিভিন্ন ব্যক্তিকে লোভ দেখিয়ে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ করছেন। সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিকট মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় আবুল কাশেম কেরানী, ইয়াকুব বেপারী, হুমায়ুন কবির, ফারুক সর্দার, আলমগীর হোসেন, সাগর খলিফা, জহির আলম, শহিদ উল্যাহ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অভিযোগের বিষয়ে সবুজ পন্ডিত বলেন, ‘খিজির আলম ও আকবর হোসেনের সাথে জমি নিয়ে কোন বিরোধ নেই এবং তারা কোনো জমির মালিক নন। খিজিরের ভাই হারুনুর রশিদ জমির মালিক। হারুনের সঙ্গে বিরোধ নিয়ে তাঁরা আমার জমি দখল করেছেন। জমি দখল করেও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের অভিযোগগুলো সঠিক নয়।’